- লেবাননে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন বাংলাদেশিরা
- কৈশোরে পা রাখা সন্তানের খাবার তালিকায় যা রাখবেন
- সাড়ে ৪ কোটি পিস ডিম আমদানির অনুমোদন দিল সরকার
- দুর্গাপূজা শুধু হিন্দুদের নয়, এটি এখন সার্বজনীন উৎসব : প্রধান উপদেষ্টা
- জাতিসংঘে চিঠি দিয়ে সতর্ক করলেন ইমরান খান
- যেসব আমলে জীবন কল্যাণময় হয়
- মানহানির মামলা: বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মিকে আদালতে হাজির হতে সমন
- মুক্তি পেলেন সাবের হোসেন চৌধুরী
- নিজের অবসরের ঘোষণা নিয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহ
- ত্বকের ঔজ্জ্বল্য বাড়াবে ধনে পাতা!
সীমা অতিক্রম করলে পরিণতি ভয়াবহ, হেফাজতকে কাদের
হেফাজতে ইসলামকে ‘উগ্র সাম্প্রদায়িক অপশক্তি’ আখ্যা দিয়ে সীমা অতিক্রম না করতে আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সহনশীলতার সব মাত্রা অতিক্রম করলে পরিণতি ভয়াবহ হবে বলে হেফাজতকে হুঁশিয়ারি দিয়েছেন সরকারের এই মুখপাত্র।
বুধবার তার সরকারি বাসভবনে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এই হুঁশিয়ারি দেন।
আন্দোলনের নামে হেফাজতে ইসলাম সম্প্রতি তাণ্ডব চালিয়েছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণের জানমালের সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টিকারী ও সাম্প্রদায়িক অপশক্তির উসকানিদাতাদের তালিকা প্রস্তুত করে তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। ভূমি অফিসে আগুন দেয়ায় জমিজমার গুরুত্বপূর্ণ দলিল, খতিয়ান, নামজারি রেকর্ড ছাই হয়ে গেছে। ভূমির প্রয়োজনীয় দলিল-নথিপত্রের অভাবে বংশপরম্পরায় মামলা-মোকদ্দমায় লড়তে হবে। সুতরাং, যারা এসবের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।’
ওবায়দুল কাদের বলেন, ‘সরকার পরিচালনার দায়িত্বে আছে বলেই প্রতিক্রিয়াশীল চক্রের ধ্বংসাত্মক রাজনীতির বিপরীতে আওয়ামী লীগ এখনো দায়িত্বশীল আচরণ করছে। দেখাচ্ছে সহনশীলতা।’
হেফাজতকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘ধৈর্যের বাঁধ ভেঙে দেবেন না। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর অবমাননা জাতি আর সহ্য করবে না। বঙ্গবন্ধুর ছবি ও ভাস্কর্যের ওপর যারা হামলা করেছে, আওয়ামী লীগের কর্মীরা তাদের এই ধৃষ্টতার জবাব দেবেন।’
মুক্তিযুদ্ধের সপক্ষের দেশপ্রেমিক জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আগুন–সন্ত্রাস ও অশুভ শক্তিকে প্রতিহত করতে হবে। পরাজিত করতে হবে।’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: