ইন্টারনেট
ADS

মানুষের চলাফেরায় ফের বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার

6 January 2022, 6:08:54

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মানুষের চলাফেরায় ফের বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবিষয় ইঙ্গিত দেন। তিনি কয়েকটি বিষয় তুলে ধরেন, এর মধ্যে রেস্টুরেন্ট, শপিংমল এমন কি বাস ট্রেনে উঠতে গেলেও ভ্যাকসিনের ডাবল ডোজের সনদপত্র লাগবে।

এছাড়া দুই ডোজ টিকা না নিলে ট্রেন, লঞ্চ ও বিমানে উঠা যাবে না। স্কুলগামী শিক্ষার্থীরাও বিধিনিষেধেও আওতায় থাকবে। করোনাভাইরাস প্রতিরোধী অন্তত এক ডোজ টিকা নেওয়া ছাড়া ১২ বছরের বেশি বয়সের কোনো শিক্ষার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে না দেওয়ার সরকারি নির্দেশনা আসছে। দুএকদিনের মধ্যেই সরকারি এমন নির্দেশনা আসছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে খন্দকার আনোয়ারুল বলেন, বাড়ির বাইরে মাস্ক ছাড়া বের হওয়া যাবে না। টিকা ছাড়া কেউ স্কুলে যেতে পারবে না। কোভিড সংক্রমণ আরও বাড়লে গণপরিবহনের অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের সিদ্ধান্ত হবে। তবে ভাড়া বাড়ানো যাবে না। রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সীমিত জনসমাগম করতে হবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: