ইন্টারনেট
হোম / জাতীয় / বিস্তারিত
ADS

সভা-সমাবেশে আপত্তি, বুস্টার ডোজের সুপারিশ জাতীয় কমিটির

13 December 2021, 6:26:44

দেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সরকারের কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। করোনা নতুন ধরনটি রোধে জরুরি প্রয়োজন ছাড়া সভা-সমাবেশ না করার সুপারিশ করেছে কমিটি। এছাড়া সংক্রমণ রোধে ষাটোর্ধ্ব ও সম্মুখসারির যোদ্ধাদের টিকার বুস্টার ডোজ প্রয়োগের সুপারিশ করেছে পরামর্শক কমিটি।

সোমবার কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সুপারিশের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কোভিড-১৯ রুটিন ভ্যাকসিনেশনের জন্য পর্যাপ্ত টিকা নিশ্চিত করে ষাটোর্ধ্ব জনগোষ্ঠী ও সম্মুখসারির যোদ্ধা, যাদের দুই ডোজ কোভিড-১৯ টিকা অন্তত ছয় মাস আগে দেওয়া হয়েছে, এমন জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ দেওয়া যেতে পারে।

সুপারিশে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বাংলাদেশেও শনাক্ত হওয়ায় কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করে। ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের সভা সমাবেশ বা জনসমাগম সীমিত করা এবং অতি জরুরি ছাড়া অফলাইন সভা পরিহার করে অনলাইনে সভা আয়োজনের সুপারিশ করা হয়। এছাড়া সব পয়েন্ট অব এন্ট্রিতে স্ক্রিনিং, কোয়ারেন্টাইন ও আইসোলেশন আরও জোরদার করার সুপারিশ করা হয়।

দেশে জিম্বাবুয়ে ফেরত দুজন নারী ক্রিকেটারের শরীরে প্রথম ওমিক্রন ধরা পড়েছে। ঢাকার একটি হোটেলে অবস্থান করা দুই নারীই সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: