ইন্টারনেট
ADS

শিগগিরই সারাদেশে ফাইভ জি সেবা পৌঁছে যাবে: প্রধানমন্ত্রী

13 December 2021, 10:31:28

খুব শিগগিরই সারাদেশে বাণিজ্যিকভাবে ফাইভ জি সেবা পৌঁছে যাবে। এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১২ ডিসেম্বর) রাতে দেশে পরীক্ষামূলকভাবে ফাইভ জি প্রযুক্তির সেবা চালুর সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, নির্বাচন সামনে এলেই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে যায়। নির্বাচনের ঠিক আগে আবারও বিদেশিদের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে বলে দাবি করেছেন তিনি। টেলিটক প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী কার্যালয়, ধানমন্ডি ৩২ নম্বর, সচিবালয়, মানিক মিয়া অ্যাভিনিউ, সাভার এবং ঢাকার বাইরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ফাইভ জি কাভারেজের আওতায় আনছে। পরে ঢাকা শহরের ২০০টি গুরুত্বপূর্ণ এলাকায় এ প্রযুক্তি সেবা চালু করা হবে। আগামী মার্চে বেতার তরঙ্গ বরাদ্দ নিলামে দেয়ার পর বেসরকারি তিনটি মোবাইল অপারেটর এ প্রযুক্তি চালু করবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: