ইন্টারনেট
হোম / জাতীয় / বিস্তারিত
ADS

উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডে দেওয়া হবে করোনার টিকা

25 November 2021, 10:37:58

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে বৃহস্পতিবার (২৫ নভেশ্বর) তৃতীয় দিনের মতো প্রথম ডোজের টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, এ সিটির ৫৪টি ওয়ার্ডের ৫৫ কেন্দ্রে এই টিকা কার্যক্রম পরিচালিত হবে। গত দুই দিনের পাশাপাশি আজ তৃতীয় দিনের মতো এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

ক্যাম্পেইনের গত দুই দিনের টিকাদান কার্যক্রমের হিসাব বিশ্লেষণ করে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, ডিএনসিসির আওতাধীন ৫৪টি ওয়ার্ডেই টিকা দেওয়ার কাজ বুধবারও পরিচালিত হয়েছে। সব মিলিয়ে বুধবার ৫৪টি ওয়ার্ডের ৫৫ কেন্দ্রে ২৩ হাজার ৮৯৪ জনকে টিকা দেওয়া হয়েছে। যার মধ্যে পুরুষ ১১ হাজার ২৭১ জন ও নারী ১২ হাজার ৬২৩ জন।

একইভাবে ক্যাম্পেইনের প্রথম দিন (মঙ্গলবার) ১৯ হাজার ১৪২ জনকে টিকা দেওয়া হয়। যার মধ্যে পুরুষ ছিলেন ৯ হাজার ৪৬৩ জন ও নারী ছিলেন ৯ হাজার ৬৭৯ জন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: