ইন্টারনেট
হোম / জাতীয় / বিস্তারিত
ADS

মঞ্চে নামাজ পড়ে ভাইরাল স্বরাষ্ট্রমন্ত্রী

14 November 2021, 9:38:05

রাজধানীর একটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠান চলাকালে হঠাৎ বৃষ্টি শুরু হয়। আর এসময় মাগরিবের আজানও পড়ে যায়। মন্ত্রী অনুষ্ঠানস্থলেই চেয়ারে বসে নামাজ আদায় করেন। নামাজ শেষে অনুষ্ঠানে বক্তব্য দেন।

শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু তার ফেসবুকে মন্ত্রীর নামাজ আদায়ের দুটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী একটি নীল রঙের চেয়ারে বসে নামাজ আদায় করছেন। সেখানে বৃষ্টির কারণে মন্ত্রীর পেছনে একজন ছাতা ধরে দাঁড়িয়ে আছেন। নিরাপত্তার জন্য মন্ত্রীকে ঘিরে রেখেছে পুলিশ।

অপু তার পোস্ট দেওয়া ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, তিনি আমাদের অভিভাবক। শনিবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠে (লাল মাঠ) তেজগাঁও শিল্পাঞ্চল থানার ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্গত ১২টি ইউনিট সম্মেলন ছিল। অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল। হাজার হাজার কর্মী-সমর্থকের ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানে প্রকম্পিত আকাশ বাতাস। বৃষ্টিতে ভিজে ন্যুব্জ কর্মী-সমর্থকেরা মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথির বক্তব্য শুনতে অধীর আগ্রহে অপেক্ষায়। বৃষ্টির তীব্রতায় মঞ্চের ছাদ বেয়েও চুয়ে পড়ছে পানি। হঠাৎ ভেসে এলো মাগরিবের আজানের ধ্বনি। আযান শুনেই বৃষ্টি ভেজা মঞ্চের এক কোনে মাগরিবের নামাজ আদায়ে ব্যস্ত হয়ে পড়লেন প্রধান অতিথি। হ্যাঁ, তিনি আসাদুজ্জামান খান কামাল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সেনাপতি। ১৮ কোটি বাংলাদেশির আস্থা ও নিরাপত্তার মূর্ত প্রতীক।’

পরে শরীফ মাহমুদ অপু গণমাধ্যমকে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী শত ব্যস্ততার মাঝেও নিয়মিত নামাজ আদায়ের চেষ্টা করেন।’

জানা গেছে, শনিবার বিকাল তিনটায় রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠান শুরু হওয়ার কথা। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঠিক সময়েই মঞ্চে উপস্থিত হন। কিন্তু বৃষ্টির কারণে শুরু হতে দেরি হয়। বৃষ্টির তীব্রতা এতটাই ছিল যে মঞ্চে পানি পড়ছিল। তবুও অধীর আগ্রহে নেতাকর্মীরা অপেক্ষা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য শুনতে। হঠাৎ পাশের মসজিদ থেকে আসে সন্ধ্যার আজানের ধ্বনি। আজান শুনেই মঞ্চে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী একপাশে একটি চেয়ারে নামাজ আদায়ে বসে যান। মন্ত্রী নামাজ আদায় শেষে সম্মেলনে বক্তব্য দেন।

অপুর ফেসবুকে পোস্টে জহিরুল ইসলাম নামে একজন লিখেছেন, ‘একজন সফল মন্ত্রী যিনি অত্যন্ত দক্ষতার সাথে তার মন্ত্রণালয় পরিচালনা করছেন, স্যারের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি।’

নিশাত শাহরিয়ার লিখেছেন, ‘উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) একজন সফল এবং বিচক্ষণ মন্ত্রী। তিনি বুঝে শুনে কথা বলেন। তিনি একজন ব্যক্তিত্ববান মানুষ। তার জন্য শুভ কামনা রইলো।’

সুফল হুসাইন লিখেছেন, ‘একজন অসাধারণ অতি উত্তম ব্যক্তিত্ববান মানুষ উনার নেতৃত্বের কোনো তুলনা নাই। আজ আমরা সবাই ধন্য প্রিয় নেত্রীর আস্থা আর আদর্শের এক জীবন্ত প্রতিছবি অনেক অনেক দোয়া ও দীঃঘায়ু কামনা করছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ১৯৫০ সালের ৩১ ডিসেম্বর ঢাকার মনিপুরীপাড়ায় জন্মগ্রহণ করেন। ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি টানা দুইবার দায়িত্ব পালন করছেন। জঙ্গিবাদ, সন্ত্রাস দমনে বেশ প্রশংসা কুড়িয়েছেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: