দেশের সবাই করোনার টিকা পাবে: প্রধানমন্ত্রী
আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে দেশের সব নাগরিক করোনার টিকা পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনাভাইরাসকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছি। টিকা সংগ্রহ করে সারাদেশে টিকাদান অব্যাহত রয়েছে এবং আজও সারাদেশে ৮০ লাখ টিকাদানের কার্যক্রম চলছে। ছাত্র সমাজ এবং স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়ার প্রস্তুতি সরকারের রয়েছে। কেউ বাদ যাবে না, নীতিমালা অনুযায়ী যারা টিকা পাওয়ার যোগ্য, তারা টিকা পাবে। আগামী বছরের মাঝামাঝি সময় নাগাদ আমরা সব মানুষকেই টিকা দিতে সক্ষম হব। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার ত্রাণ তহবিলে কম্বল গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।
শীতকাল হওয়ায় বিশ্বের বিভিন্ন দেখে আবারও করোনার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। তাই আসন্ন শীতে বাংলাদেশে যেন করোনার প্রাদুর্ভাব দেখা না দেয়, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংকসহ দেশের ৩৭টি ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ত্রাণ ভাণ্ডারে ২৬ লাখ ৪৫ হাজার কম্বল দেওয়া হয়। এ সময় বাণিজ্য প্রসার ও নতুন বাজার তৈরি করতে তৃণমূল পর্যায়ের মানুষের ভাগ্যোন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, টিকা দেওয়ার পর কারো করোনা হলে তার হয়তো ক্ষতির পরিমাণটা বেশি হবে না, তবে, তার কাছ থেকে ছড়াতে পারে, তাই মাস্কটা ব্যবহার করতেই হবে। প্রধানমন্ত্রী বলেন, করোনাকালে বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এলেও সরকার চেষ্টা করেছে, বাংলাদেশে কোনকিছু যাতে স্থবির না হয় এবং সচল থাকে। সেদিক থেকে আমি মনে করি বাংলাদেশ যথেষ্ট সাফল্য অর্জন করেছে। করোনাভাইরাস প্রতিরোধে প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, সবাইকে সতর্ক করার বিষয়ে প্রচার-প্রচারণাটা দরকার। একটু সতর্ক হলে করোনাভাইরাস বাংলাদেশের মানুষের আর কোনো ক্ষতি করতে পারবে না।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: