ইন্টারনেট
ADS

বাংলাদেশকে আরও ২৫ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

20 October 2021, 6:01:34

বাংলাদেশে করোনাভাইরাস মোকাবিলায় আরও ২৫ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ইউএসএআইডি’র মাধ্যমে চিকিৎসা ও অক্সিজেন সরবরাহ এবং টিকা নিরাপদে সংরক্ষণ, পরিবহন ও ব্যবস্থাপনার লক্ষ্যে কোল্ড চেইন সরঞ্জামের জন্য জরুরি এ সহায়তা দিচ্ছে দেশটি। দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার (২০ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ১২১ মিলিয়ন আমেরিকান ডলারেরও বেশি সহায়তা করেছে। মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ সরকার ও অন্যান্য অংশীদারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেন, এবারের এই নতুন আর্থিক সহায়তা এই বছরের শেষ নাগাদ দেশের ৪০ শতাংশ মানুষকে টিকাদানের লক্ষ্য পূরণে সহায়তা করবে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া কোভিড-১৯ সহায়তার মধ্যে রয়েছে ১১ দশমিক ৫ মিলিয়ন ডোজ ফাইজার ও মডার্না টিকা অনুদান এবং জাতীয় টিকাদান প্রচারাভিযানের জন্য বাড়তি সহায়তা। এছাড়া যুক্তরাষ্ট্রর ইউএসএআইডি, যুক্তরাষ্ট্রের ডিফেন্স ডিপার্টমেন্ট, স্টেট ডিপার্টমেন্ট এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সংস্থার মাধ্যমে বাংলাদেশের জন্য চিকিৎসা সরঞ্জাম, ভেন্টিলেটর, অক্সিজেন যন্ত্রপাতি, পালস অক্সিমিটার দিয়েছে। দেশব্যাপী ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: