জার্মানি গেলেন রাষ্ট্রপতি
স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির রাজধানী বার্লিনে গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখানে চ্যারিটি হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করা হবে রাষ্ট্রপতির। শনিবার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি বার্লিনের উদ্দেশে ঢাকা ছাড়েন। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এই সফরে তার সঙ্গে রয়েছেন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডিপ্লোমেটিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, মুখ্য সচিব, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য ও জার্মানির রাষ্ট্রদূত, পুলিশের আইজিসহ অন্য কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন, কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতিকে নিয়ে আগামীকাল শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। সফরে লন্ডনের মোরফিল্ড আই হসপিটাল ও বুপা ক্রমওয়েল হসপিটালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা রয়েছে।
১২ দিনের সফর শেষে আগামী ২২ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপ্রধান দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে- বলেন রাষ্ট্রপতির প্রেস সচিব। ৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমার সমস্যায় ভুগছেন। এর আগে দশম জাতীয় সংসদের স্পিকার ছিলেন তিনি। ওই সময় থেকেই তিনি লন্ডন ও জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: