চ্যালেঞ্জ মোকাবেলাই সেনাবাহিনীর মূল লক্ষ্য: সেনাপ্রধান
নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নিজেদের প্রস্তুত করাই সেনাবাহিনীর মূল লক্ষ্য বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় তিনি জানান, সেনাবাহিনীতে নানা সামরিক সরঞ্জাম সংযোজন করে আরও আধুনিকায়ন করা হচ্ছে।
রবিবার সকালে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (বীর) এর ‘৬ষ্ঠ কর্নেল অব দি রেজিমেন্ট’ অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন।
অনুষ্ঠানে কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে সেনাপ্রধান সামরিক রীতি অনুযায়ী সেনাবাহিনীর রেজিমেন্ট অব দি মিলেনিয়ামের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেন।
সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, আজকের অভিষেকের মাধ্যমে আমি আরও গভীরভাবে এই রেজিমেন্টের সঙ্গে সম্পৃক্ত হতে পারলাম। একজন পদাতিক অফিসার হিসেবে চাকরিজীবনে আমি সর্বদায় আভ্যন্তরীণ উন্নয়ন ও উন্নতির জন্য কাজ করেছি। তাই কর্নেল কমান্ডার হিসেবে অভিষিক্ত হওয়ার পর আমার সার্বক্ষণিক ও ঐকান্তিক প্রচেষ্টা হবে রেজিমেন্ট অব দ্য মিলেনিয়ামের সব সদস্যকে নিয়ে রেজিমেন্টের উন্নয়ন ও নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নিজেদের প্রস্তুত করা।
সেনাপ্রধান বলেন, কর্নেল অব রেজিমেন্ট হিসেবে আমার সার্বক্ষণিক প্রচেষ্টা থাকবে পদাতিক কোরের চলমান আধুনিকায়ন আরও ত্বরান্বিত করা। নতুন সামরিক সরঞ্জাম সংযোজিত করে আরও উদ্যমী পদাতিক বাহিনী গড়ে তোলাই আমার লক্ষ্য হবে। আমার ওপর অর্পিত এই পবিত্র দায়িত্ব পালনকালে রেজিমেন্টের জন্য কল্যাণকর যেকোনো পদক্ষেপ গ্রহণে আমি সর্বদা সচেষ্ট থাকবো। সেজন্য রেজিমেন্টের অগ্রযাত্রাকে যুগোপযোগী করতে সবার সহযোগিতা কামনা করেন সেনাপ্রধান।
এর আগে শহীদ কর্নেল আনিস প্যারেড স্কয়ারে পৌঁছলে জেনারেল শফিউদ্দিন আহমেদকে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে তাকে কর্নেল ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
পরে সেনাপ্রধান স্মৃতিস্তম্ভ ‘বীর গৌরবে’ ফুল দিয়ে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: