ইন্টারনেট
ADS

আরও ২৩ জনের মৃত্যু, শনাক্তের হার কমে ৩.২৪

30 September 2021, 5:44:03

দেশে করোনাভাইরাসে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৮৬০ জনের শরীরে। এই সময়ে শনাক্তের হার কমে ৩.২৪ শতাংশ হয়েছে।

দেশে করোনায় মোট মৃত্যু ২৭ হাজার ৫১০ জনে দাঁড়িয়েছে। আর মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৫৫ হাজার ৯১১ জন।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয় ২৬ হাজার ৫৬৯টি। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৭৯ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৫ হাজার ৯৪১ জন।

মারা যাওয়া ২৩ জনের মধ্যে পুরুষ ১১ জন এবং নারী ১২ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ছয়জন, চট্টগ্রামের সাতজন, সিলেট ও ময়মনসিংহ বিভাগে চারজন করে এবং বরিশাল ও রংপুর বিভাগে একজন করে মারা যান। আর রাজশাহী ও খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: