
প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে বৈঠকে

জাতিসংঘ সদর দফতরে জলবায়ু পরিবর্তন বিষয়ক গোল টেবিল বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে ‘হোয়াইট হাউস বৈশ্বিক কোভিড সামিটে’ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্ক থেকে অনলাইনে এই বৈঠকে যুক্ত হন তিনি। বৈঠকে শেখ হাসিনা বলেন, বিশ্বের সবার জন্য টিকা নিশ্চিত করতে সক্ষম উন্নয়নশীল দেশগুলোকে টিকা উৎপাদনের সুযোগ দেওয়া উচিত।
বৈঠকে ২০২২ সালের আগস্টের মধ্যে দেশের ৮০ শতাংশ মানুষকে করোনা টিকার আওতায় আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।করোনা পরবর্তী সময় নিয়ে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ আয়োজন ‘হোয়াইট হাউস গ্লোবাল কোভিড-নাইনটিন সামিট: এন্ডিং দ্য প্যানডেমিক অ্যান্ড বিল্ডিং ব্যাক বেটার’ শীর্ষক এই বৈঠকে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি করোনাকালে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা, ঝুঁকিপূর্ণ কর্মজীবীদের বিশেষ সুবিধার পাশাপাশি নাগরিকদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সরকারের সহযোগিতাসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
করোনা পরবর্তী ভবিষ্যতের জন্য নিজের তিনটি কর্মপরিকল্পনার কথা জানান সরকার প্রধান। ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকাকে ‘বৈশ্বিক জনস্বার্থ পণ্য’ ঘোষণার আহ্বান জানান।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: