ইন্টারনেট
হোম / জাতীয় / বিস্তারিত
ADS

সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ: শিক্ষামন্ত্রী

11 September 2021, 6:42:50

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দেড় বছর বন্ধের পর দেশের স্কুল-কলেজ খুলছে আগামীকাল রোববার (১২ সেপ্টেম্বর)। তবে করোনা সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, দীর্ঘ সতের মাস পর আগামীকাল থেকে খোলা হচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করলে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার আশঙ্কা কম। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে সচেতন থাকতে হবে। পরতে হবে মাস্ক। তারপরেও সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিলে সঙ্গে সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, মহামারির শুরুতে গত বছরের মার্চে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় দেড়বছর পর আগামী রোববার থেকে আবার সব স্কুল-কলেজ খুলে দেওয়ার প্রস্তুতি চলছে এখন। বছরের শেষভাগে এসএসসি ও এইচএসসির পাশাপাশি পঞ্চম শ্রেণির সমাপনী, অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা নেওয়ারও পরিকল্পনা রয়েছে সরকারের।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর শিক্ষামন্ত্রীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতারা পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: