ইন্টারনেট
হোম / জাতীয় / বিস্তারিত
ADS

পরিদর্শক সোহেল রানা সাময়িক বরখাস্ত

6 September 2021, 12:32:19

গ্রাহকের অর্থ আত্মসাতের ঘটনায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জের’ প্রধান সমন্বয়ক বনানী থানার পরিদর্শক (ওসি তদন্ত) শেখ সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এক আদেশে তাকে বরখাস্ত করেন।

সোমবার সকালে ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান।

এর আগে গুলশান বিভাগের ডিসি ডিএমপি কমিশনার বরাবর একটি লিখিত চিঠি দেন। সেখানে তিনি (ডিসি) সোহেল রানার বিরুদ্ধে মামলার পাশাপাশি তিনি যে ভারতে পালিয়ে গেছেন সেই বিষয়টি উল্লেখ করেন। এরপরই বনানী থানার এই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে রবিবার ডিএমপির বিভিন্ন থানার ২১ পরিদর্শককে রদবদল করা হয়। সেখানে বনানী থানার দুই পরিদর্শককে বদলি করা হয়েছে। সোহেল রানার জায়গায় ওসি তদন্ত হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন উত্তর পূর্ব থানার পরিদর্শক আলমগীর গাজী এবং পরিদর্শক (অপারেশনস) এর দায়িত্ব দেওয়া হয়েছে ইসরাফীল হোসেন ভুঁইয়াকে।

গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনায় বনানী থানা পুলিশের সাবেক এই কর্মকর্তাকে ভারত-নেপাল সীমান্ত থেকে আটক করেছে বিএসএফ। শুক্রবার ওই সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আদালতের নির্দেশে সোহেল রানার বিরুদ্ধে গুলশান থানায় একটি প্রতারণার মামলা হয়েছে। সেই মামলায় তাকে দশ নম্বর আসামি করা হয়।

রবিবার ডিএমপি কমিশনার বলেন, সোহেল রানার বিরুদ্ধে যেহেতু ভারতে মামলা হয়েছে এ কারণে তাকে ফিরিয়ে আনা যাবে কি না সেটি নিশ্চিত না। তবে ফিরিয়ে আনার রাস্তা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিএসএফকে চিঠি দিয়ে ফিরিয়ে আনা সম্ভব। এটি অনেক সময় করা হয়। আমরা চেষ্টা করছি ফিরিয়ে আনার জন্য। যদি এই মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব না হয় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ফেরত আনার চেষ্টা করবে।

২০০৭ সালে যাত্রা শুরু করা অনলাইন শপ ই-অরেঞ্জের বিরুদ্ধে সম্প্রতি গ্রাহকরা টাকা নিয়ে সময়মত পণ্য সরবরাহ না করার অভিযোগ করেছেন।

পণ্য ডেলিভারি না দেয়া এবং অগ্রিম অর্থ ফেরত না দেয়ায় ই-অরেঞ্জের বিরুদ্ধে গ্রাহকদের ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা এক মামলায় প্রতিষ্ঠানটির মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান এখন কারাগারে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: