ইন্টারনেট
ADS

কাল থেকে সব ট্রেন চলবে

18 August 2021, 10:22:02

করোনা মহামারির কারণে বন্ধ থাকা সবগুলো ট্রেন কাল বৃহস্পতিবার থেকে পুনরায় চালু হচ্ছে। মঙ্গলবার রেলওয়ের উপপরিচালক (অপারেশন/ সিডব্লিউসিএস) রেজাউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বন্ধ ট্রেন পুনরায় চালুর প্রস্তাবনা আংশিক সংশোধনপূর্বক যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। এমতাবস্থায় ১৯ আগস্ট বৃহস্পতিবার থেকে ট্রেনসমূহ ইতিপূর্বের জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক চলাচল করবে।
এর আগে করোনার সংক্রমণ ঠেকাতে ১৯ দিন বন্ধ থাকার পর ১১ আগস্ট শুরু হয় যাত্রীবাহী ট্রেন চলাচল। ঐদিন থেকে ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেন এবং ২০ জোড়া মেইল-কমিউটার ট্রেন চলাচল শুরু করে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: