ইন্টারনেট
হোম / জাতীয় / বিস্তারিত
ADS

পুরোদমে চালু হচ্ছে ট্রেন

17 August 2021, 9:09:03

করোনাভাইরাস সংক্রমণ রোধে বিধি-নিষেধ শিথিলের পর এবার সারা দেশে পুরোদমে আন্তনগর ও কমিউটার ট্রেন যোগাযোগ চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগামী বৃহস্পতিবার থেকে ৫০ জোড়া আন্তনগর ও ৪৪ জোড়া কমিউটার ট্রেন চলবে।

আজ মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের পরিচালন বিভাগের উপ-পরিচালক রেজাউল হক সই করা এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানা যায়।

এসব ট্রেনের টিকিট অর্ধেক কাউন্টারে আর বাকি অর্ধেক অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারের টিকিট আজ থেকেই দেওয়া শুরু হচ্ছে। আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট পাওয়া যাবে।

স্বাভাবিক সময় ৫২ জোড়া আন্তনগর ট্রেন চলাচল করে। সিরাজগঞ্জ এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস আপাতত বন্ধ থাকছে। তবে দ্রুতই এই দুটি ট্রেন চলাচল শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে ঈদ পরবর্তী বিধি-নিষেধের পর ১১ আগস্ট থেকে ৩৮ জোড়া আন্তনগর ও ২০ জোড়া কমিউটার ট্রেনে শতভাগ যাত্রী নিয়ে রেল যোগাযোগ শুরু হয়। তবে ট্রেনের করাকড়ি ভাবে করোনা মহামারি মোকাবিলার স্বাস্থ্যবিধি মানতে হবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: