মোদির সফর নিয়ে দুশ্চিন্তা নেই, সুরক্ষা দেব: পররাষ্ট্রমন্ত্রী
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগদান নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ভারতের প্রধানমন্ত্রীর সফরে তাকে সবধরনের সুরক্ষা দেয়া হবে বলে জানান মন্ত্রী।
শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস উপস্থিত ছিলেন।
আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের কথা রয়েছে। তবে ইসলামপন্থী ও বাম সংগঠনগুলো তাকে কট্টর হিন্দুত্ববাদী নেতা আখ্যায়িত করে এই সফরের বিরোধিতা করছে।
এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশ একটি গণতান্ত্রিক দেশ। এখানে বিভিন্ন দলের, মতের লোক আছে। যার যা মত আছে, সেটা প্রকাশের স্বাধীনতাও তাদের আছে। দুই ঐতিহাসিক আয়োজন উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে অনেক রাষ্ট্রনেতা আসছেন, তার মধ্যে ভারতের প্রধানমন্ত্রীও আছেন। অনেকে প্রচারণা চালাচ্ছেন তিনি যাতে না আসতে পারেন। সরকার তাকে দাওয়াত দিয়েছে। আমরা খুব গর্বিত যে তিনি আসবেন। সেই সঙ্গে আমরা তাকে সব ধরনের সুরক্ষা দেব।’
আবদুল মোমেন বলেন, ‘আমাদের অনুষ্ঠানের যে পরিকল্পনা রয়েছে, সেভাবেই হবে। আমরা, আমাদের দেশবাসীও তা-ই চায়। আমরা জনগণকে নিয়ে কাজ করি। দুয়েকজন লোক এই বিরোধিতা করতে পারে। তাদের সেটা করতে দিন। তাদের এসব কর্মকাণ্ড নিয়ে বড় রকমের দুশ্চিন্তার কোনো কারণ নেই।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মোদির সফর নিয়ে মৌলবাদীদের বিরোধিতা নিয়ে আমরা চিন্তা করছি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন, কীভাবে মৌলবাদীদের নিয়ন্ত্রণে রাখতে হয়।’
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ভারতের প্রধানমন্ত্রী আসছেন বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানাতে ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে। মোদির এই সফর নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না করতে সবার প্রতি অনুরোধ জানান প্রতিমন্ত্রী।
মোদির সফরসূচির ব্যাপারে জানানো হয়, সফরের প্রথম দিন (২৬ মার্চ) নরেন্দ্র মোদি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন। সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি ‘বঙ্গবন্ধু-বাপু’ ডিজিটাল প্রদর্শনী পরিদর্শন করবেন।
সফরের দ্বিতীয় দিন (২৭ মার্চ) সকালে নরেন্দ্র মোদি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিদর্শন করে শ্রদ্ধা নিবেদন করবেন। এদিন তিনি সাতক্ষীরা ও গোপালগঞ্জে দুটি মন্দির পরিদর্শন, প্রার্থনা ও স্থানীয় জনগণের সঙ্গে সংক্ষিপ্ত পরিসরে মতবিনিময় করবেন।
এছাড়া এই সফরে বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুটি স্মারক ডাকটিকিট উন্মোচন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। এছাড়া দুই দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: