জাপান থেকে ঢাকার পথে আরও ছয় লাখ ডোজ টিকা
জাপান থেকে আগামীকাল (মঙ্গলবার) বাংলাদেশে এসে পৌঁছাবে অ্যাস্ট্রাজেনেকা টিকার আরো ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ। দূর প্র্যাচ্যের দেশটি থেকে বাংলাদেশে এটি টিকার তৃতীয় চালান। জাপানের নারিতা বিমানবন্দর থেকে সোমবার স্থানীয় সময় রাত সোয়া ৯ টায় অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হয়েছে। জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আগামীকাল (মঙ্গলবার) ঢাকায় পৌঁছাবে টিকা বহনকারী বিমানটি। তিন চালানে জাপান থেকে মোট ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ টিকা পাঠানো হয়েছে। জাপান কোভ্যাক্সের আওতায় উপহার হিসেবে এই টিকা বাংলাদেশকে দিচ্ছে।
টিকা পাঠানোর সময় নারিতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার জনাব. সৈয়দ নাসির এরশাদ।
এর আগে গত ২৪ জুলাই প্রথম চালানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়। ৩১ জুলাই দ্বিতীয় চালানে আসে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: