ইন্টারনেট
ADS

করোনায় মৃত্যু আবারও বাড়ল, শনাক্ত ৭ হাজারের বেশি

29 June 2021, 7:18:07

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট ১৪ হাজার ৩৮৮ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে নতুন করে আরও ৭ হাজার ৬৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জনের। এর মাধ্যমে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়াল।

গতকাল (২৮ জুন) দেশে একদিনে সর্বোচ্চ ৮ হাজার ৩৬৪ জনের ১১৯ জনের শনাক্তের রেকর্ড হয়েছিল। এটিই এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

এর আগে ২৭ জুন দেশে একদিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল। এটিই এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: