ইন্টারনেট
হোম / আইন-আদালত / বিস্তারিত
ADS

‘আইন অঙ্গণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আইনজীবী নূর হোসেন বলাই’

22 May 2021, 6:04:17

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক নূর হোসেন বলাই (৫৮) স্ট্রোকে আক্রান্ত হয়ে গতরাতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।

আজ এক শোকাবার্তায় আইনমন্ত্রী বলেন, আইনজীবী নূর হোসেন বলাই নিজ কর্মক্ষেত্রে দীর্ঘদিন প্রাকটিস করে আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতি একজন অভিজ্ঞ আইনজীবী হারালো।

মন্ত্রী শোকাবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নূর হোসেন বলাই মৃত্যকালে এক ছেলে, এক মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নিজ জেলা চাঁদপুর। তাঁকে আজ গ্রামের বাড়িতে দাফন করা হবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: