সদ্য নিয়োগপ্রাপ্ত পিপির পদত্যাগে বিএনপিপন্থি আইনজীবীদের আল্টিমেটাম
ঢাকা মহানগর দায়রা আদালতে সদ্য নিয়োগ পাওয়া পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে এহসানুল হক সমাজী নিয়োগ পাওয়ায় ক্ষুব্ধ হয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা। আগামীকাল ৯টার মধ্যে তাকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আইনজীবীরা।
মঙ্গলবার (২৮ আগস্ট) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সলিসিটর মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এহসানুল হক সমাজীকে নিয়োগ প্রদান করা হয়।
বুধবার (২৮ আগস্ট) এ খবর প্রকাশিত হওয়ার পর দুপুরে বিএনপিপন্থি আইনজীবীরা সাধারণ আইনজীবীর ব্যানারে ঢাকা আইনজীবী সমিতির সামনে নিয়োগ বাতিল চেয়ে বিক্ষোভ সমাবেশ করেন। অবিলম্বে এহসানুল হক সমাজীর নিয়োগ বাতিলের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানান। তা না হলে তাকে এ দায়িত্বপালন করতে দেওয়া হবে না মর্মে হুমকি প্রদান করেন। তারা সমাজীকে আওয়ামী লীগ সরকারের প্রেতাত্মা বলে অভিহিত করে দলটির নেতাকর্মীদের সুবিধা দেওয়ার জন্য নিয়োগ দেয়া হচ্ছে বলে উল্লেখ করেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: