ইন্টারনেট
হোম / আইন-আদালত / বিস্তারিত
ADS

আদালতে নেওয়া হচ্ছে জিয়াউল আহসানকে

16 August 2024, 5:32:50

সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে আদালতে নেওয়া হচ্ছে।

শুক্রবার বিকাল ৪টা ৩৫ মিনিটের দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

এদিকে জিয়াউল আহসানকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে তার উপস্থিতিতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

জিয়াউল আহসান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক (ডিজি) থাকাকালে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এর আগে বুধবার এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম (৪৫) একটি মামলা করেন। মামলায় আসামি করা হয় অজ্ঞাতপরিচয়।

এ মামলার অভিযোগে আয়শা বেগম বলেন, আমার ছেলে শাহজাহান আলী নিউমার্কেট থানার মিরপুর রোডের বলাকা সিনেমা হলের গলির মুখে পাপোশের দোকানে কাজ করতো। প্রতিদিনের মতো ১৬ জুলাই সকাল ৯টার দিকে দোকানে কাজ করার জন্য যায়।

ওইদিন সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় একজন ব্যক্তি ছেলের মোবাইল ফোন নম্বর থেকে আমার ব্যবহৃত মোবাইল ফোনে কল করে জানায়, শাহজাহান গুরুতর অসুস্থ অবস্থায় ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি। আমি সংবাদ পেয়ে তাৎক্ষণিক পপুলার হাসপাতালে যাই এবং জানতে পারি, আমার ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমি তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাই এবং মর্গে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করি।

১৯৯১ সালে জিয়াউল আহসান বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও প্যারাট্রুপার। পরে ২০০৯ সালের ৫ মার্চ র‍্যাব-২’র উপ-অধিনায়ক এবং একই বছর লে. কর্নেল পদে পদোন্নতি পেয়ে র‍্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পান।

পরবর্তীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়ে ২০১৬ সালের এপ্রিলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তরের (এনএসআই) পরিচালক হন। পরের বছরের মার্চে তাকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) পরিচালক করে সরকার।

পার্টির জেলা নেতাদের সাথে বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সুযোগে অতি উৎসাহী যাবতীয় অপতৎপরতা
প্রতিরোধ করুন।

দূর্বৃত্তদের দখলদারিত্ব, মাস্তানী ও নৈরাজ্যিক তৎপরতা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিন। রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরের সম্ভাবনাকে কোনভাবেই নষ্ট করা যাবে না।

আজ সকালে পার্টির কয়েকটি জেলার নেতাদের সাথে বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের সাফল্যকে কালিমালিপ্ত করার যে কোন অতি উৎসাহী অপতৎপরতা প্রতিরোধ করতে সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি পরিস্থিতির সুযোগ নিয়ে মতলববাজেরা যাতে ছাত্র জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে না পারে সে ব্যাপারে ছাত্র জনতাকে সতর্ক থাকারও আহবান জানিয়েছেন।তিনি সুযোগসন্ধানীদের চিহ্নিত করারও আহবান জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্তর্বর্তী সরকার গণজাগরণ – গণঅভ্যুত্থানের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ধারণ করবে এবং সে অনুযায়ী জরুরী পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বলেন, নতুন এই সরকারকে ব্যর্থ করারও বহুমুখী তৎপরতা চলছে। তিনি এসব অশুভ তৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহবান জানান।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের সুযোগে দুবৃত্তরা যে নৈরাজ্য, লুটপাট ও দখলদারিত্ব অব্যাহত রেখেছে অবিলম্বে তা রোধ করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরের যে সম্ভাবনা তৈরী হয়েছে তাকে কোনভাবেই নষ্ট করা যাবেনা।

বৈঠকের শুরুতে ছাত্র জনতার অভ্যুত্থানের হাজারো শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে জেলা প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন আনছার আলী দুলাল, শিকদার হারুন মাহমুদ, সজীব সরকার রতন, খলিলুর রহমান, মোফাজ্জল হোসেন মোশতাক, আবুল কালাম, ইমরান হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ রিয়েল প্রমুখ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: