ইন্টারনেট
হোম / আইন-আদালত / বিস্তারিত
ADS

হাইকোর্টে আরও চারটি বেঞ্চ গঠন

29 April 2021, 7:08:57

মামলা নিষ্পত্তির সংখ্যা বাড়াতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুনির্দিষ্ট বিচারিক ক্ষমতা দিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্টে বিভাগে ৪টি বেঞ্চ গঠন করা হয়েছে। তবে, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়ালি এসব বেঞ্চে আগাম জামিন আবেদনের এখতিয়ার দেয়া হয়নি।

বৃহস্পতিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে দেখা যায়।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০’ এবং এ কোর্ট কর্তৃক জারিকৃত ‘প্র্যাকটিস ডাইরেকশন’অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতিতে হাইকোর্টে এ চারটি বেঞ্চে বিচারিক কার্যক্রম চলবে।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে জরুরি ফৌজদারি মোশন (দুদক আইন, মানি লন্ডারিং আইন এবং আগাম জামিন ছাড়া), ফৌজদারি আপিল, জামিনের আবেদনপত্র, আদালত অবমাননার আবেদনপত্র, আদেশ বা রায় সংশোধনী আবদেন বিষয়ে শুনানি গ্রহণ করবেন।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে জরুরি রিট, ফৌজদারি মোশন (আগাম জামিন ব্যতিত), আদেশ বা রায় সংশোধনী সংক্রান্ত আবেদনপত্র বিষয়ে শুনানি গ্রহণ করবেন।

বিচারপতির শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে জরুরি ফৌজদারি মোশন (দুদক আইন, মানি লন্ডারিং আইন এবং আগাম জামিন ব্যতিত), ফৌজদারি আপিল, জামিনের আবেদনপত্র, আদেশ বা রায় সংশোধনে আবদেন বিষয়ে শুনানি গ্রহণ করবেন।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে জরুরি ফৌজদারি মোশন (দুদক আইন, মানি লন্ডারিং আইন এবং আগাম জামিন ব্যতিত), ফৌজদারি আপিল, জামিনের আবেদনপত্র, আদালত অবমাননার আবেদনপত্র, আদেশ বা রায় সংশোধনে আবদেন বিষয়ে শুনানি গ্রহণ করবেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: