ইন্টারনেট
হোম / আইন-আদালত / বিস্তারিত
ADS

ডা. নিতাই হত্যা: ১৯ জুন ধার্য হতে পারে রায়ের তারিখ

12 May 2023, 7:09:40

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (সাচিব) নেতা ও জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলায় আসামি পক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। আগামী ১৯ জুন এ মামলার রায়ের দিন ঠিক হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা।

১১ বছর আগের এ হত্যা মামলায় বৃহস্পতিবার যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য্য ছিল। এদিন আসামি পক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামি পক্ষে যুক্তিতর্ক শোনার পর আগামী ১৯ জুন রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করেন।

ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান বলেন, আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে। আগামী ১৯ তারিখে আমরা রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করব। আশা করছি, সেদিনই রায়ের দিন ঠিক করে দেবেন আদালত।

মামলার আসামিরা হলেন-ডা. নিতাইয়ের গাড়িচালক কামরুল হাসান অরুণ, মাসুম মিন্টু ওরফে মিন্টু ওরফে বারগিরা মিন্টু, মাসুম ওরফে প্যাদা মাসুম, রফিকুল ইসলাম, সাঈদ ব্যাপারী, বকুল মিয়া, মো. সাইদ মিজি, মো. আবুল কালাম ওরফে পিচ্চি কালাম, সাইদুল ও ফয়সাল।

২০১২ সালের ২৩ অগাস্ট মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে নিজের বাড়িতে খুন হন ডা. নিতাই। এ ঘটনায় ডা. নিতাইয়ের বাবা তড়িৎ কান্তি দত্ত ওই দিনই বনানী থানায় মামলা করেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পর্ষদের সদস্য আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতাও ছিলেন তিনি।

২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি ১০ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক গাজী আতাউর রহমান।

অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা বলেছেন, চুরি করতে গিয়ে তারা ডা. নিতাই চন্দ্রকে হত্যা করেন। মিন্টু, রফিকুল, পিচ্চি কালাম, সাইদুল, প্যাদা মাসুদ, ফয়সাল এই মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ওই বছরের ২২ জুলাই আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ২৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন। পাঁচজন আসামি নিজেদের পক্ষে সাফাই সাক্ষ্য দেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: