ইন্টারনেট
হোম / আইন-আদালত / বিস্তারিত
ADS

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা ১৭ জুন

3 May 2022, 7:47:50

বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষা আগামী ১৭ জুন অনুষ্ঠিত হবে। সংস্থাটির সচিব মো. রফিকুল ইসলাম বৃহস্পতিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষার অনলাইন ফরম পূরণের কাজ শেষ হয়েছে। আগামী ১৭ জুন শুক্রবার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইনে প্রবেশপত্র সংগ্রহের সময় এবং পরীক্ষার স্থান যথাসময়ে জানানো হবে।

এছাড়া পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সব তথ্য বার কাউন্সিলের ওয়েবসাইটে (www.barcouncil.gov.bd) প্রকাশ করা হবে। অনিবার্য যেকোনো পরিস্থিতিতে পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে বলে বিজ্ঞিপ্তিতে বলা হয়েছে।

উল্লেখ্য, আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর লিখিত পরীক্ষায় অংশ নিতে হয়। লিখিত পরীক্ষায় পাশ করলে মৌখিক পরীক্ষা দিতে হয়। এ পরীক্ষায় উত্তীর্ণদেরই আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হয়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: