ইন্টারনেট
হোম / আইন-আদালত / বিস্তারিত
ADS

নিম্ন আদালত তদারকিতে ৮ বিচারপতি

28 January 2022, 10:21:34

দেশের ৮টি বিভাগের জন্য হাইকোর্টের ৮ জন বিচারপতিকে মনোনীত করে অধস্তন আদালত তদারকি কমিটি (মনিটরিং কমিটি ফর সাবঅর্ডিনেট কোর্টস) গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি দেশের প্রত্যেক বিভাগের জন্য হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে মনোনয়ন প্রদান করে পৃথক ৮টি মনিটরিং কমিটি ফর সাবঅর্ডিনেট কোর্টস গঠন করেছেন।

যেখানে বিচারপতি মোস্তফা জামান ইসলাম (ঢাকা), মো. জাহাঙ্গীর হোসেন (খুলনা), বিচারপতি জাফর আহমেদ (বরিশাল), বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা (চট্টগ্রাম), বিচারপতি এস এম কুদ্দুস জামান (সিলেট, বিচারপতি শাহেদ নূরউদ্দিন (রংপুর বিভাগ), বিচারপতি মো. জাকির হোসেন (ময়মনসিংহ), বিচারপতি মো. আখতারুজ্জামান (রাজশাহী) বিভাগের দায়িত্ব পেয়েছেন।এছাড়া ৮ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ৮ জন বিচারপতিকে সাচিবিক সহায়তা দেয়ার জন্য সুপ্রিম কোর্টের ৮ জন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তার হলেন, ডেপুটি রেজিস্ট্রার মো. আব্দুছ সালাম (ঢাকা), সহকারী রেজিস্ট্রার সানজিদা সরওয়ার (খুলনা) সহকারী রেজিস্ট্রার মো. সুলতান সোহাগ উদ্দিন (বরিশাল), সহকারী রেজিস্ট্রার মিটফুল ইসলাম (চট্টগ্রাম), সহকারী রেজিস্ট্রার মো. হারুন রেজা (সিলেট), রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব জীবরুল হাসান (রংপুর), সহকারী রেজিস্ট্রার মো. হায়দার আলী (ময়মনসিংহ), সহকারী রেজিস্ট্রার মো. ওমর হায়দার (রাজশাহী)।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: