ইন্টারনেট
হোম / আইন-আদালত / বিস্তারিত
ADS

সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা আজ

17 November 2021, 1:08:34

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে আজ। সভায় সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আজ বুধবার বিকেল ৪টায় ভিডিও কনফারেন্সে আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্টে আগামী বছরের ছুটির ক্যালেন্ডার অনুমোদন, অধস্তন দেওয়ানী আদালতে ডিসেম্বরের অবকাশকালীন ছুটি ও আগামী বছরের অবকাশকালীন ছুটির বিষয়ে সিদ্ধান্ত নিতে এ সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে বুধবার বিকেল ৪টায় ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্যসূচি হলো- বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২০২২ সালের বাৎসরিক ছুটি সম্বলিত ক্যালেন্ডার অনুমোদন, অধস্তন দেওয়ানি আদালতগুলোর ২০২১ সালের ডিসেম্বর মাসের অবকাশকালীন ছুটি, অধস্তন দেওয়ানি আদালতগুলোর ২০২২ সালের অবকাশকালীন ছুটি বিষয়ক এবং বিবিধ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: