আবারও ৫ দিনের রিমান্ডে ইকবালসহ ৪ আসামি
কুমিল্লায় ধর্মীয় অবমাননার অভিযোগে গ্রেপ্তার ইকবাল হোসেনসহ চার আসামিকে আবারও আদালতে তোলার পর সিআইডির পক্ষ থেকে আরও ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দ্বিতীয় দফায় ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিআইডির সহকারি পুলিশ সুপার এনামুল হক।
শুক্রবার ( ২৯ অক্টোবর) দুপুরে কুমিল্লা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক ফারহানা সুলতানার আদালতে তাদেরকে আদালতে তোলা হয়। আসামিরা হলেন- প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন, রেজাউল ইসলাম ইকরাম, দারোগা বাড়ি মাজার মসজিদের সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুন কবির সানাউল্লাহ।
কোতোয়ালি থানায় দায়েরকৃত ধর্মীয়য় অনুভুতিতে আঘাত হানার মামলা ও ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলার তদন্ত ভার পায় সিআইডি। এর আগে গত শনিবার কুমিল্লা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পূজা মণ্ডপে কোরআন রেখে আসা ইকবাল হোসেন, ৯৯৯ এ কল করা ইকরাম হোসেন, দারোগা বাড়ি মাজারের দুই সহকারী খাদেম সহ চার আসামিকে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। গত ১৩ অক্টোবর নানুয়া দীঘির পাড়ে পূজামণ্ডপে কোরআন শরীফ রেখে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িত শনাক্ত ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এর আগেই পুলিশের কাছে গ্রেপ্তার ছিলো ৯৯৯ এ প্রথম কল করা ইকবাল হোসেন এবং দারোগাবাড়ী মাজারের খাদেম ফয়সাল ও হাফেজ হুমায়ুন কবীর।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: