ইন্টারনেট
হোম / আইন-আদালত / বিস্তারিত
ADS

নিয়োগ চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে ৩০০ পরীক্ষার্থীর উকিল নোটিশ

16 October 2021, 12:09:03

মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান এবং কার্ডিওগ্রাফার পদে নিয়োগ চেয়ে ৩০০ শিক্ষার্থী একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি)সহ সংশ্লিষ্ট চারজনকে এ নোটিশ পাঠানো হয়।

পরীক্ষার্থীদের পক্ষে বৃহস্পতিবার এ নোটিশ পাঠান অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর আলম।

নোটিশে মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে পরীক্ষা নেওয়ার পর ফল প্রকাশ না করে নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। প্রার্থীদের মৌখিক পরীক্ষার ফল ঘোষণা করে উত্তীর্ণদের নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে।

ভুক্তভোগীদের আইনজীবী শেখ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, নোটিশ দাতারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু মৌখিক পরীক্ষার ফল প্রকাশ না করে স্বাস্থ্য অধিদপ্তর গত ৩১ সেপ্টেম্বর এক অফিস আদেশে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করেন। এতে করে ভুক্তভোগীরা সংক্ষুব্ধ হয়ে নোটিশটি পাঠান। ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব না দিলে রিট করবেন সংশ্লিষ্টরা।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: