- আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ২৫ হাজার কোটি টাকা
- সাবের হোসেন চৌধুরীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- পালিয়ে দিল্লি গেলেন পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল
- শেরপুরে বন্যায় ৮ জনের প্রাণহানি
- সরকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর: ড. ইউনূস
- হিজবুল্লাহর রকেটের আঘাতে কাঁপল ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর
- শীত কবে আসবে, জানালো আবহাওয়া অফিস
গরমে শরীর ঠাণ্ডা রাখবে ৩ চা
গরমের তীব্রতা শুরু হচ্ছে। দিন দিন তা আরও বাড়ছে। গরমে যে যাই করুক না কেন চা পাগল মানুষরা চা পান থেকে বিরত থাকেন না। গরমে সরাসরি চাকে আরও উপকারী তুলতে একটু স্বাদ বদল করতে পারেন। এতে গরমেও শরীরকে ঠাণ্ডা রাখবে এই তিন চা।
মৌরি চা
সবসময়ই তো চা পান করেন। তবে এই গরমে চায়ের স্বাদ একটু পরিবর্তন করতে পারেন। দুধ চায়ে মিশিয়ে দিন আধ চা-চামচ মৌরি। দূর হবে বদহজম, পেট ফাঁপা অথবা কনস্টিপেশনের সমস্যা। আয়ুর্বেদ বলে, মৌরি শরীরকে ঠান্ডা রাখে। চেষ্টা করে দেখতে পারেন।
এলাচ চা
যাদের গরমে অ্যাসিডিটির সমস্যা হয়, তাদের জন্যে দারুণ উপকারী ছোট এলাচ। পেটের ব্যথা কমাতেও সাহায্য করে এলাচ। দুধ চা অথবা দুধ ছাড়া…এলাচের সঙ্গে সবারই সমান ভাব।
হলুদ চা
রঙের উষ্ণতায় ভুল করবেন না। হলুদ শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। রক্ত পরিষ্কার করতে এবং শরীরের নানা ছোট বড় রোগ নিরাময়ে এর জুড়ি নেই। দুধ চায়ে আধ চা-চামচ হলুদগুঁড়ো অথবা হলুদ বাটা মিশিয়ে দিন। স্বাদ বদলের সঙ্গে শরীরও ঠান্ডা হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: