মাথাব্যথার যেসব উপসর্গ উপেক্ষা করবেন না
চিকিৎসকেরা বলেন, মাথাব্যথা কতটা ভয়ের তার নির্ভর করে মাথার কোন জায়গায় ব্যথা হচ্ছে, দিনে কত বার ব্যথা অনুভব হচ্ছে এবং এর তীব্রতার ওপর। এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে মাথাব্যথাকে দুই ভাগে ভাগ করা হয়। প্রাথমিক মাথাব্যথা এবং মাধ্যমিক মাথাব্যথা।
প্রাথমিক মাথাব্যথার কোনো উৎপত্তি স্থল পাওয়া যায় না। কিন্তু মাথাব্যথা অনুভূত হয়।
মাধ্যমিক মাথাব্যথার উৎপত্তিস্থল পাওয়া যায়। এবং এর পেছনে টিউমারের মতো কারণ থাকতে পারে।
মাথাব্যথার সাধারণ কারণ সম্পর্কে মিটফোর্ড হাসপাতালের নিউরোলোজিস্ট অধ্যাপক ডা. মোহাম্মদ আবু সাঈদ বলেন, ‘মাথা কম্পিউটারের মতো জটিল বিষয়। কম্পিউটারকে যেমন বিশ্রাম দিতে হয়, মাথাকেউ তেমনি বিশ্রাম দিতে হয়। বিশ্রামের ঘাটতি হলে মাথাব্যথা হয়। মাথাব্যথার আরেকটি সাধারণ পর্যায় হচ্ছে টেনশন হেডেক। অতিরিক্ত টেনশন বা দুশ্চিন্তা করলে মাথাব্যথা হতে পারে। এ ছাড়া মাইগ্রেনের কারণেও মাথাব্যথা হতে পারে। যারা সচারচর বাইরে যায় তাদের মাইগ্রেনের ব্যথায় আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে।’
মাথাব্যথা হলে কখন বিশেষজ্ঞের কাছে যেতে হবে?— ডা. আবু সাঈদের পরামর্শ
যদি হঠাৎ মাথাব্যথা হয়
মাথাব্যথার সাথে যদি বমি বমি ভাব থাকে
মাথাব্যথার সঙ্গে যদি কথা বলতে জড়তা দেখা হয়
হঠাৎ চোখে ঝাপসা দেখা যায়
ধীরে ধীরে যদি জ্ঞান শক্তি কমে আসে
এক হাত বা এক পা অবশ লাগে
এসব বিষয়কে উপেক্ষা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: