ইন্টারনেট
হোম / স্বাস্থ্য / বিস্তারিত
ADS

দেশে করোনায় আরও ৪১ মৃত্যু, শনাক্ত ৭২৬৪

10 February 2022, 5:02:09

দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এসময়ে শনাক্ত হয়েছেন ৭ হাজার ২৬৪ জন। গতকাল এ সংখ্যা ছিল ৮ হাজার ১৬ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জন।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ৪২ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬.৯৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জন। মোট শনাক্তের হার ১৪.৬৯ শতাংশ।

গত এক দিনে মারা যাওয়া ৪১ জনের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ২২ জন, চট্টগ্রাম বিভাগের ৬ জন, রাজশাহী বিভাগের ৫ জন, খুলনা বিভাগের ৩ জন, সিলেট বিভাগের ২ জন, রংপুর বিভাগের ৩ জন। ময়মনসিংহ এবং বরিশাল বিভাগে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত এক দিনে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৬ লাখ ৪৪ হাজার ৬৬৮ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো এবং ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: