ইন্টারনেট
হোম / স্বাস্থ্য / বিস্তারিত
ADS

অতিরিক্ত সাদাস্রাব এর সমস্যা দূর করুন ঘরে থাকা ৫ জিনিসেই!

3 April 2021, 9:43:45

অতিরিক্ত সাদাস্রাব থেকে মুক্তি পেতে পারেন ঘরোয়া জিনিসেই। এ থেকে মুক্তি পেতে খান মেথি, ধনেপাতা, আমলকি, ভাতের মাড়। ‌ আসুন জেনে নিন কিভাবে খাবেন?

১. মেথি: সেদ্ধ মেথি বীজ খেলে সাদাস্রাব- এর সমস্যার সমাধান হতে পারে। আধা লিটার পানিতে কিছুটা মেথি সিদ্ধ করে তা ঠাণ্ডা করে খেয়ে নিন।

২. ঢেঁড়স: সাদাস্রাব এর সমস্যার চিকিৎসার জন্য আরেকটি ভালো প্রতিকার হল ঢেঁড়স। কয়েকটি ঢেঁড়স পানিতে সেদ্ধ করে চটকে খেতে পারেন। অনেকে আবার এটি দইয়ের সঙ্গেও মিশিয়ে খায়।

৩. ধনেপাতা: কিছু ধনেপাতা সারারাত ভিজিয়ে রাখুন, সকালে পানি ছেঁকে নিয়ে খালি পেটে খেয়ে নিন। সাদা স্রাবের চিকিৎসা জন্য এটি অন্যতম সহজ এবং নিরাপদ ঘরোয়া উপায়।

৪. আমলকি: ভিটামিন সি এবং অন্যান্য অনেক পুষ্টিসমৃদ্ধ আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সুস্থ রাখতে সাহায্য করে। নিয়মিত আমলকি খেলে সাদাস্রাবের সমস্যা কমবে।

৫. ভাতের মাড়: সাদাস্রাবের সমস্যা নির্মূল করতে নিয়মিত ভাতের মাড় খেতে পারেন। ক্রমাগত সাদাস্রাবের সমস্যায় ভুগলে আপনার জন্য ভাতের মাড় একটি অনন্য প্রতিকার।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: