ইন্টারনেট
হোম / স্বাস্থ্য / বিস্তারিত
ADS

এক দিনে আরও ২৯ মৃত্যু, শনাক্ত ৮৩৪৫

6 February 2022, 5:51:53

Corona Testing

দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এসময়ে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৪৫ জন। গতকাল এ সংখ্যা ছিল ৮ হাজার ৩৫৯ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা ১৮ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে।

রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ৩৮ হাজার ৮২১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১.৫০ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জন। মোট শনাক্তের হার ১৪.৬৩ শতাংশ।

গত এক দিনে মারা যাওয়া ২৯ জনের মধ্যে ১৫ জন পুরুষ এবং ১৪ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের ৪ জন, রাজশাহী বিভাগের ১ জন, খুলনা বিভাগের ৪ জন, সিলেট বিভাগের ১ জন, রংপুর বিভাগের ৩ জন এবং ময়মনসিংহ বিভাগের ২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত এক দিনে সুস্থ হয়েছেন ৮ হাজার ১৫৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৬ লাখ ২ হাজার ৫৫০ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো এবং ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: