- আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও রাজনৈতিক ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
- বাংলাদেশে যাদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগ শুরু করলো
- স্ত্রীর স্বীকৃতির দাবিতে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে কৃষি কর্মকর্তা
- বাংলাদেশের অগ্রাধিকার রোহিঙ্গাদের প্রত্যাবাসন: মার্কিন আন্ডার সেক্রেটারিকে প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় ‘চাপ’ দেখছে না আওয়ামী লীগ
- মার্কিন ভিসানীতি ভোগাস, সব ফাঁকা আওয়াজ: নাজমুল আলম
- অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী
- নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া
- নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ
- নিউজিল্যান্ডকে ২৫৪ রানে থামাল বাংলাদেশ

করোনায় আরও ৭ মৃত্যু, ১১ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭০ জনের। একই সময়ে আরও ৫০৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে, যা গত ১১ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। তাদের নিয়ে এই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ২৭ জনে।
বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে গত ১৩ অক্টোবর পাঁচ শতাধিক মানুষের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছিল। সেদিন করোনা শনাক্ত হয়েছিল ৫১১ জনের শরীরে। এরপর থেকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা পাঁচশর নিচেই ছিল।
গতকাল বুধবার দৈনিক শনাক্ত পাঁচশর কাছাকাছি পৌঁছায়। একদিন পরও তা পাঁচশ ছাড়াল।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৮৫২টি ল্যাবে ২২ হাজার ৬৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২২ হাজার ৬৬৭টি। এসব নমুনা পরীক্ষায় ৫০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার দুই দশমিক ২৫ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৮২ শতাংশ।
গত একদিনে মারা যাওয়া সাতজনের মধ্যে চারজন পুরুষ। এ নিয়ে পুরুষ মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ৯৫৬ জন। এছাড়া নারী মৃত্যুবরণ করেছেন তিনজন। নারীর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১১৪ জন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুজন। ঢাকা বিভাগে পাঁচজন, চট্টগ্রাম বিভাগে একজন এবং রাজশাহী বিভাগে একজন মৃত্যুবরণ করেন। সরকারি হাসপাতালে পাঁচজন ও বেসরকারি হাসপাতালে দুজন মৃত্যুবরণ করেছেন।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: