ইন্টারনেট
হোম / স্বাস্থ্য / বিস্তারিত
ADS

দইয়ের সঙ্গে যেসব খাবার খেতে মানা

5 October 2021, 5:39:28

বাঙালির উৎসব পার্বণে শেষ পাতে দই না হলে চলেই না। দই হজমেও সাহায্য করে এবং স্বাস্থ্যকর একটি খাবার। কিন্তু কিছু খাবার রয়েছে যেগুলি দইয়ের সঙ্গে খেলেই হবে পারে বিপত্তি। চলুন জেনে কোন খাবার গুলি-

মাছ

দইয়ের সঙ্গে যেসব খাবার খেতে মানা

মাছ এবং দই এক পাতে খেতে নেই। দই হজমে সাহায্য করলে আদতে মাছ হজম করতে পারে না। তাই দই মাছ একত্রে খেলে হতে পারে হজমে গণ্ডগোল।

তৈলাক্ত খাবার

অতিরিক্ত তেল জাতীয় খাবার খেয়ে চট করে দই খেয়ে ভাবছেন ভালো খারাপ খাবারে কাটাকাটি হলো? মোটেও না হতে পারে পেটের অসুখ।

দুধ

দুধ থেকেই দই তৈরি করা হলেও দই আর দুধ একত্রে খেতে নেই। হজম হবেনা একেবারেই। তাই দই আর দুধ একত্রে না খাওয়াই শ্রেয়।

পেঁয়াজ

পেয়াজ আর দই একত্রে খেতে নেই। পেয়াজ শরীর গরম হয়ে ওঠে, আর দই করে ঠাণ্ডা। দুটি খাবার একত্রে খেলে শরীর খারাপ হতে পারে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: