ইন্টারনেট
হোম / বিনোদন / বিস্তারিত
ADS

কণ্ঠশিল্পীদের সঙ্গে কৌতুক অভিনেতা কাজল

1 May 2021, 7:18:23

ঈদুল ফিতর উপলক্ষে এটিএন বাংলা আয়োজন করছে ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। এতে থাকছে নাটক, টেলিফিল্ম, সিনেমা, সংগীতানুষ্ঠান। বিশেষ দিনের এই আয়োজনে প্রচার হবে গান নিয়ে ব্যতিক্রমী ফান শো ‘গান ইন ফান’।

অনুষ্ঠানে থাকবে জনপ্রিয় গানের ভিন্ন আঙ্গিকের পরিবেশনা। দুই পর্বের এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন একঝাঁক জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান, কর্ণিয়া, পারভেজ, জি বাংলার সারেগামাপা-খ্যাত অবন্তি ও আতিক। তাদের সঙ্গে থাকছেন কৌতুক অভিনেতা কাজল।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মীরাক্কেল-খ্যাত আবু হেনা রনি।

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান। তিনি বলেন, অনুষ্ঠানটিতে গান শোনার পাশাপাশি আমরা দর্শক-শ্রোতাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করবো। আশা করছি সবার ভালো লাগবে অনুষ্ঠানটি।

‘গান ইন ফান’ প্রচার হবে ঈদের দিন ও পরের দিন সন্ধ্যা ৫টা ৫০মিনিটে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: