ইন্টারনেট
হোম / শিক্ষা / বিস্তারিত
ADS

জাবিতে ছুটি ২৪ এপ্রিল থেকে

5 April 2022, 7:05:11

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রমজান, ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে আগামী ২৪ এপ্রিল থেকে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছেন উপাচার্যের রুটিন দায়িত্বে নিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম।

অধ্যাপক নুরুল আলম বলেন, ‘দীর্ঘদিন আমরা যেহেতু ক্লাস নিতে পারিনি, সেশন জট যাতে কিছুটা হলেও কমে, শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই পূর্বনির্ধারিত ছুটি ১০ তারিখ থেকে পিছিয়ে ২৪ তারিখে নেওয়া হয়েছে। ১৫ মে অফিস খুলবে, তবে বৌদ্ধপূর্ণিমার দিন ক্লাস বন্ধ থাকবে।’

এসময় সকল বিভাগে যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে ১০ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত রমজান, পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ)৷ শব-ই-ক্বদর, জুমাতুল বিদা, মে দিবস, ঈদ-উল-ফিতর, গ্রীষ্মকালীন ছুটি ও বৌদ্ধ পূর্ণিমার জন্য ৩৬ দিনের ছুটির উল্লেখ ছিল। তবে করোনার ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য ১৪ দিন কমিয়ে ২৩ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: