ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

টানা দুই দিন বাড়ল সোনার দাম, ভরিপ্রতি নতুন দাম ২ লাখ ৯ হাজার টাকা

9 October 2025, 1:50:51

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দাম বাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার (৮ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে এ দাম কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ায় নতুন দাম সমন্বয় করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়েছে ৬ হাজার ৯০৬ টাকা, যা এখন ২ লাখ ৯ হাজার ১০১ টাকা। একইভাবে, ২১ ক্যারেটের সোনা বেড়েছে ৬ হাজার ৫৯০ টাকা, নতুন দাম ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা।

১৮ ক্যারেটের সোনা বেড়েছে ৫ হাজার ৬৫৭ টাকা, নতুন দাম ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা।

সনাতন পদ্ধতির সোনা বেড়েছে ৪ হাজার ৮২৯ টাকা, নতুন দাম ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকা।

এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) বাজুস সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল, যা বুধবার থেকে কার্যকর হয়। তাতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ২ হাজার ১৯৫ টাকায়। কিন্তু মাত্র একদিন পরই সেই রেকর্ড ভেঙে গেল।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ও ডলারের বিনিময় হার বৃদ্ধির প্রভাবেই দেশীয় বাজারে এত দ্রুত সোনার দাম বাড়ছে।

নতুন দাম কার্যকর হবে বৃহস্পতিবার, ৯ অক্টোবর থেকে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: