ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

সেপ্টেম্বরের ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ২২৩ কোটি ডলার

25 September 2025, 10:50:56

চলতি সেপ্টেম্বরের ২৪ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ২২৩ কোটি মার্কিন ডলার পৌঁছেছে। যা গতবছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

এর আগে, সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনে ১৭৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। সেই হিসেবে পরের সাত দিনে ৪৬ কোটি ডলার প্রবাসী আয় এসেছে।

গত আগস্ট মাসে দেশে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। আর গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন। যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: