- এবার দাম বাড়ল স্মারক স্বর্ণ ও রুপার মুদ্রার
- ফুটবলে ২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ
- সাতক্ষীরা-২ আসনে আলিমের মনোনয়ন দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- ক্লাউডফ্লেয়ার ডাউন: বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটে বিপর্যয়
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- রায়ের দিন কলকাতায় আ’লীগের কেন্দ্রীয় নেতাদের গোপন বৈঠক
- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সেপ্টেম্বরের ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ২২৩ কোটি ডলার
চলতি সেপ্টেম্বরের ২৪ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ২২৩ কোটি মার্কিন ডলার পৌঁছেছে। যা গতবছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
এর আগে, সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনে ১৭৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। সেই হিসেবে পরের সাত দিনে ৪৬ কোটি ডলার প্রবাসী আয় এসেছে।
গত আগস্ট মাসে দেশে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। আর গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন। যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: