ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

৪ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

24 July 2024, 8:14:58

চারদিন পর ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় বুধবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, গত শনিবার (২০ জুলাই) থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম ও বন্দর থেকে পণ্য খালাস বন্ধ হয়ে যায়। এতে বন্দরে দুই সীমান্তে সহস্রাধিক পণ্যবোঝাই ট্রাক আটকা পড়ে।

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের কারণে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি চারদিন বন্ধ ছিল। তবে এ কয়দিন দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকলেও অন্যান্য দিনের চেয়ে যাত্রী যাতায়াত ছিল অনেক কম।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, চারদিন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে পড়েছিল বেনাপোল বন্দরে সকল কার্যক্রম। তবে ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় বুধবার সকাল থেকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: