ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

চার প্রতিষ্ঠানকে শোকজ করেছে বিজিএমইএ

13 September 2023, 12:14:55

রপ্তানির আড়ালে অর্থ পাচারের অভিযোগ ওঠায় চার সদস্য প্রতিষ্ঠানকে বৃহস্পতিবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

Advertisement

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-আশুলিয়ার প্রজ্ঞা ফ্যাশন, কচুক্ষেতের অনুপম ফ্যাশন ওয়্যার, টঙ্গীর হংকং ফ্যাশন ও উত্তরখানের ফ্যাশন ট্রেড। ৭ কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুল্ক গোয়েন্দা জানায়, রপ্তানির আড়ালে ১০টি প্রতিষ্ঠান ৩০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে। নমুনা ঘোষণায় পণ্য রপ্তানি করায় পুরো অর্থই বিদেশে পাচার হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-প্রজ্ঞা ফ্যাশন লিমিটেড, ফ্যাশন ট্রেড, এমডিএস ফ্যাশন, হংকং ফ্যাশনস লিমিটেড, থ্রি-স্টার ট্রেডিং, ফরচুন ফ্যাশন, অনুপম ফ্যাশন ওয়্যার লিমিটেড, পিক্সি নিট ওয়্যারস লিমিটেড, স্টাইলাইজ বিডি লিমিটেড এবং ইডেন স্টাইল টেক্স। সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কাতার, সৌদি আরব, নাইজেরিয়ায় রপ্তানির কাগজপত্র জাল-জালিয়াতির মাধ্যমে পণ্য রপ্তানি করা হয়।

বিজিএমইএ-এর সহসভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, অর্থ পাচারে জড়িত ছয়টি কারখানার সঙ্গে বিজিএমইএ-এর সম্পৃক্ততা নেই। বাকি চারটি বিজিএমইএ-এর সদস্য। এ ঘটনায় পোশাকশিল্পের সুনাম ক্ষুণ্ন হওয়ায় তাদের কাছে নোটিশ দিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে তিনটি প্রতিষ্ঠান লিখিত আকারে জবাব দিয়েছে। প্রতিষ্ঠানগুলো দাবি করেছে, শুল্ক গোয়েন্দা লিয়েন ব্যাংক হিসাবে যেই ব্যাংকের কথা উল্লেখ করেছে, ওই ব্যাংক প্রতিষ্ঠানগুলোর লিয়েন ব্যাংক নয়। যেসব পণ্য রপ্তানির কথা বলা হয়েছে, সেগুলোও তারা বানায় না। তাদের ইএক্সপি জালিয়াতির মাধ্যমে একটি সংঘবদ্ধ চক্র সিএন্ডএফ এজেন্টের সহায়তায় বিদেশে পণ্য রপ্তানি করেছে।

প্রতিষ্ঠানগুলোর জবাবের পরিপ্রেক্ষিতে শহিদুল্লাহ আজিম বলেন, শুল্ক গোয়েন্দার এ ধরনের অভিযোগ আনার আগে আরও সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করা প্রয়োজন। এতে ওইসব প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: