ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

ডিএসইতে ৯৩২ কোটি টাকা লেনদেন

18 July 2023, 12:01:11

শেয়ারবাজারে তারল্য প্রবাহ কিছুটা বাড়ছে। সোমবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৩২ কোটি টাকা লেনদেন হয়েছে।

এর আগের দিন রোববারও প্রায় ওই পরিমাণ টাকা লেনদেন হয়। তবে সোমবার ডিএসইতে ১১৩টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে দিনশেষে মূল্যসূচক কমেছে ৬ পয়েন্ট।

সংশ্লিষ্টরা বলছেন, বাজারে সাম্প্রতিক সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় হচ্ছেন।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে সোমবার ৩৬৭টি কোম্পানির ২৪ কোটি ৩৯ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৯৩২ কোটি ৭১ লাখ টাকা। এরমধ্যে দাম বেড়েছে ৮৩টি কোম্পানির শেয়ারের, কমেছে ১১৬টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯টি কোম্পানির।

ডিএসইর ব্রড সূচক ৬ দশমিক ২৬ পয়েন্ট কমে ৬ হাজার ৩৬১ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক ২ দশমিক ৫৩ পয়েন্ট কমে ২ হাজার ২শ’ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরীয়াহ সূচক দশমিক ৫৩ কমে ১ হাজার ৩৮৬ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে কমে ৭ লাখ ৬১ হাজার কোটি টাকায় নেমে এসেছে।

শীর্ষ দশ কোম্পানি: সোমবার ডিএসইতে যে সব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো- ফু-ওয়াং ফুড, খান ব্রাদার্স পিপি, আরডি ফুড, ওরিয়ন ইনফিউশন, লুব-রেফ, ডেল্টা লইফ ইন্স্যুরেন্স, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, লাফার্জ হোলসিম এবং সি পার্ল বিচ।

ডিএসইতে সোমবার যে সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো- মিডল্যান্ড ব্যাংক, ইনটেক লিমিটেড, আজিজ পাইপস, খান ব্রাদার্স পিপি, জনতা ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, বঙ্গজ লিমিটেড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ এবং ইউনিয়ন ক্যাপিটাল।

অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো- ফু-ওয়াং ফুড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, লিব্রা ইনফিউশন, সেন্ট্রাল ফার্মা, শ্যামপুর সুগার, লুব-রেফ, ফু-ওয়াং সিরামিক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: