ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

৩ মাসে ডলারের মান সর্বনিম্ন, বাড়ছে রুপির দাম

18 June 2023, 11:22:01

আরও কমেছে যুক্তরাষ্ট্রের ডলারের মান। যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন। সম্প্রতি অর্থনৈতিক তথ্য প্রকাশ করেছে দেশটি। এতে ধারণা করা হচ্ছে, প্রত্যাশার চেয়ে কম সুদের হার বাড়াতে পারে ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে মার্কিন মুদ্রার এ নিম্নমুখিতা তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, ডলারের অবমূল্যায়ন ঘটায় শক্তি ফিরে পেয়েছে ভারতের মুদ্রা। দ্রুতগতিতে দেশটির রুপির দাম বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার (১৬ জুন) কার্যদিবস শেষে প্রতি ডলারের মূল্য স্থির হয়েছে ৮১ দশমিক ৯৩ রুপিতে। দৈনিক ভিত্তিতে বিগত ৩ মাসের মধ্যে যা সর্বোচ্চ। আগের কার্যদিবসে ডলারপ্রতি দর ছিল ৮২ দশমিক ০৩ ভারতীয় রুপি।

গত ৫ সপ্তাহের মধ্যে তা ছিল সর্বাধিক। পরের দিন প্রতিবেশী দেশটির মুদ্রার মূল্যমান আরও ঊর্ধ্বগামী হয়েছে। ইতোমধ্যে সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)। তাতে ওই অঞ্চলের প্রধান মুদ্রা ইউরোর মূল্য বেড়ে যায়। ফলে ৫ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে যায় ডলার সূচক। আর দৈনিক ভিত্তিতে গত ১৩ মার্চের পর তা সবচেয়ে কম।

এ প্রেক্ষাপটে সামান্য ঊর্ধ্বগামী হয়েছে চীনা মুদ্রা। ১ ডলারের দাম দাঁড়িয়েছে ৭ দশমিক ১৩ ইউয়ানে। আগের কর্মদিবসে গ্রিনব্যাকের বিপরীতে মুদ্রাটির দর ৬ মাসের মধ্যে সবচেয়ে কমে যায়। বিদেশি ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যবসায়ী বলেন, রুপির দাম বাড়ছে। ডলারের অবনমন ঘটেছে। সেই সঙ্গে ইউয়ানের ঊর্ধ্বগামিতা দেখা গেছে। ফলে ভারতীয় মুদ্রার মান বেড়েছে।

গত মে মাসে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে কম মানুষের কর্মসংস্থান হয়েছে। দেশটির শিল্প –কারখানায় উৎপাদন কমেছে। আমদানি মূল্য হ্রাস পেয়েছে। ফলে সামনে হয়তো আর দুইবার সুদের হার বাড়াতে পারে ফেড। এরপরই বিরতি দেয়ার সম্ভাবনা আছে। ফলে ইউএস ডলারের তেজ কমেছে। পরিপ্রেক্ষিতে রুপির শক্তি বেড়েছে। শুধু চলতি সপ্তাহেই মুদ্রাটির দাম বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৩৫ শতাংশ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: