ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

স্বর্ণের ব্যাপক দরপতন

22 April 2023, 9:16:56

আন্তর্জাতিক বাজারে ব্যাপক দরপতন ঘটেছে স্বর্ণের। ইউএস ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়ানোয় শক্তি ফিরে পেয়েছে ডলার। ফলে মূল্যবান ধাতুটি দুর্বল হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, শুক্রবার (২১ এপ্রিল) কার্যদিবস শেষে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৭৬ ডলার ২৭ সেন্টে। দিনের শুরুতে যা ছিল ১৯৮৮ ডলার ২২ সেন্ট।

যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য কমেছে ১ দশমিক ৫ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৯৮৭ ডলার ১০ সেন্টে। কর্মদিবসের সূচনাতে তা ছিল ১৯৯৯ ডলার ৭০ সেন্টে।

সবমিলিয়ে চলতি সপ্তাহে বুলিয়নের দাম কমেছে ১ দশমিক ২ শতাংশ। কারণ, ডলার ঊর্ধ্বমুখী রয়েছে। ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে।

বৃহস্পতিবার ফেড কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য মূল্যস্ফীতি ২ শতাংশে নামিয়ে আনা। কিন্তু বর্তমানে সেটা যার অনেক ওপরে আছে। ফলে সামনে সুদের হার বাড়াতে হবে।

আগামী ২ থেকে ৩ মে বৈঠক করবে ফেড। সেখানে ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ানোর ৮৯ শতাংশ সম্ভাবনা আছে।

আরজে ফিউচার্সের জ্যেষ্ঠ বাজার কৌশলবিদ বব হাবেরকর্ন বলেন, সাম্প্রতিক সময়ে দ্রুতগতিতে স্বর্ণের দর বাড়ছিল। ধীরে ধীরে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে উঠছিল। তবে ফেডের সুদহার বাড়ানোর খবরে তাতে ছেদ পড়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: