ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

বৈদ্যুতিক পণ্যের দাম বেড়েছে ১০-১৬ শতাংশ

17 November 2022, 11:26:28

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে। আবার আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, এমনকি ডলারের দামও বেড়েছে। ফলে দিন দিন দেশের বাজারে অস্থিরতা বেড়েই চলছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের বৈদ্যুতিক পণ্যের দাম বেড়েছে ১০ থেকে ১৬ শতাংশ। মঙ্গলবার সরজমিনে রাজধানীর বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন ইলেকট্রনিক্স দোকান ঘুরে দেখা গেছে, ৩০০ টাকার এলইডি ১৮ ওয়াটের ট্রান্সটেক লাইট ৫০ টাকা বেড়ে ৩৫০ টাকা, এলইডি ১৫ ওয়াট ট্রান্সটেক লাইট ৪০ টাকা বেড়ে ৩০০ টাকা, এলইডি ২০ ওয়াট ট্রান্সটেক টিউবলাইট ৫০ টাকা বেড়ে ৩৭০ টাকা, এলইডি ১৩ ওয়াট আরএফএল ব্যাকআপ লাইট ৩৪০ টাকা বেড়ে ৯০০ টাকা, ফ্যান সিটি হাই সুপার ৫৬ ইঞ্চি ২৫০ টাকা বেড়ে ১৬৫০ টাকা, ৫৬ ইঞ্চি বিআরবি ফ্যান ২০০ টাকা বেড়ে ২৭৫০ টাকা, ১২ ইঞ্চি আরএফএল রিচার্জেবল ফ্যান ৪০০ টাকা বেড়ে ৩৮০০ টাকা, রেইনবো আয়রন মেশিন ১৫০ টাকা বেড়ে ১৪০০ টাকা এবং ৫৬ ইঞ্চি ভিশন সুপার ক্লিনিং ফ্যান ২৫০০ টাকা থেকে সর্বোচ ১৬ শতাংশ বেড়ে ২৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর মগবাজার এলাকার বাসিন্দা সাজু আহমেদ ঢাকা টাইমসকে বলেন, এলইডি লাইট ৪/৫ মাস পর পর নষ্ট হয়ে যায়। প্রায় ছয় মাস পর আজ (মঙ্গলবার) এলইডি লাইট কিনতে গেছি। কিনতে গিয়ে তো হতাশ! যে লাইট ২৬০ টাকায় কিনেছি সেই লাইট কিনতে হচ্ছে ৩০০ টাকায়। এ রকম ইলেকট্রনিক্স সব পণ্যের মূল্য অতিরিক্ত বেড়েছে।

রাজধানীর ঝিলকানন এলাকার ক্রেতা নিলয় তালুকদার ঢাকা টাইমসকে বলেন, ইলেকট্রনিক্স সামগ্রী লাফিয়ে লাফিয়ে দাম বেড়েছে। ১০০ টাকার পণ্য ১৫০ থেকে ২০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বেড়েছে ইলেকট্রনিক্স সামগ্রী। এর মধ্যে ব্যবসায়ীরা ডলার, আন্তর্জাতিক মূল্যবৃদ্ধি ও লোডশেডিংয়ের দোহাই দিয়ে প্রতিটি ইলেকট্রনিক্স সামগ্রী মাত্রাতিরিক্ত দাম বাড়িয়ে দিয়েছে।

নিলয় তালুকদার বলেন, ব্যবসায়ীরা পণ্য স্টক করে রাখে বলে দুই দিন পরে আসবে। দুই দিন পরে গেলে পণ্যের দাম দ্বিগুণ বাড়িয়ে দেয়।

রাজধানীর মগবাজারের দিলু রোড এলাকার নিউ মান্নান ইলেকট্রনিক্সের মালিক আহমেদ রিফাত ঢাকা টাইমসকে বলেন, বিভিন্ন দেশ থেকে ইলেকট্রনিক্স সামগ্রী আসে আমাদের দেশে। তবে ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে ফ্যান, আয়রন মেশিনসহ বিভিন্ন ধরনের লাইটের দাম বেড়েছে অনেক।

আহমেদ রিফাত বলেন, বিভিন্ন কোম্পানির ডিলারদের কাছ থেকে ইলেকট্রনিক্সসামগ্রী কিনি। এখন আবার তাদের কাছ থেকে শোনা যাচ্ছে আগামী সপ্তাহে নাকি এসব পণ্যের দাম আরো বাড়বে। আমাদের এরকম চলতে থাকলে শুধু ক্রেতাদের না, আমার মতো ব্যবসায়ীরাও বিপদে পড়বে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: