ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

১১ মাসে সর্বোচ্চ পতন পুঁজিবাজারে

28 February 2022, 10:45:52

রাশিয়া-ইউক্রেনে যুদ্ধের মধ্যে বিশ্বের অন্যান্য পুঁজিবাজারের মতো দেশেও ব্যাপক দরপতন হয়েছে। গতকাল দ্বিতীয় কার্যদিবসেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ব্যাপক দরপতন হয়েছে। এ দিন ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৬৩ পয়েন্ট বা ২ শতাংশ কমেছে। ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে।

মাত্র এক দিনেই গতকাল ডিএসই বাজার মূলধন কমেছে সাড়ে ১০ হাজার কোটি টাকার ওপরে। এ দিন দরপতন হয়েছে ৯৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।
সপ্তাহের প্রথম দিন গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ১৬৩.২৯ পয়েন্ট বা ২.৩৮ শতাংশ কমে ৬ হাজার ৬৭৬.১৪ পয়েন্টে নেমেছে। এতে সূচক ফিরে গেছে দুই মাস আগের অবস্থানে। আর শতাংশের হিসাবে এ পতন গত ১০ মাস ২৩ দিনের মধ্যে বেশি। এর আগে এর চেয়ে বেশি পতন হয়েছিল গত বছরের ৪ এপ্রিল। সেদিন ডিএসইএক্স সূচক কমেছিল ১৮১.৫৪ পয়েন্ট বা ৩.৪৪ শতাংশ। রবিবার এ বাজারে লেনদেনও আগের দিনের তুলনায় ১২.৭৬ শতাংশ বা ১৩৩ কোটি ৯৯ লাখ টাকা কমেছে। মোট ৯১৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল এক হাজার ৫০ কোটি ৮০ লাখ টাকা। এ দিন ডিএসইতে ৯৬ শতাংশ কম্পানির শেয়ারের দাম কমার বিপরীতে বেড়েছে ৩ শতাংশের দাম। এবং অপরিবর্তিত রয়েছে ১ শতাংশ শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হওয়া ৩৭৯টি কম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০টির এবং কমেছে ৩৬৫টির। অপরিবর্তিত রয়েছে চারটির দর। ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩০.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৫.১৪ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ৪৭.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৬৭.৯০ পয়েন্টে।

গতকাল লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লি., বিএসসি, বিএটিবিসি, ফরচুন সুজ, অরিয়ন ফার্মা, আইএফআইসি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, লাফার্জ হোলসিম, সাইফ পাওয়ার ও ড্রাগন সোয়েটার।

এ ছাড়া দাম বাড়ার শীর্ষে ছিল প্যাসিফিক ডেনিমস, ইয়াকিন পলিমার, এডিএন টেলিকম, আইসিবি অগ্রণী ওয়ান, ডরিন পাওয়ার, সোনালী পেপার, পেনিনসুলা চিটাগং, হাওয়া ওয়েল টেক্সটাইল, ড্যাফোডিল কম্পিউটারস ও মেরিকো বাংলাদেশ।

চট্টগ্রামের পুঁজিবাজারেও সূচকে বড় পতন হয়েছে। লেনদেনও কমেছে আগের দিনের চেয়ে। সিএসইতে ৩০৪টি কম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯টির, কমেছে ২৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির দর।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: