- রক্ত পরিশোধিত করে পটল
- কৈশোরে পা রাখা সন্তানের খাবার তালিকায় যা রাখবেন
- এয়ার অ্যাম্বুলেন্সে স্বামীকে ব্যাংকক নিয়ে গেলেন তনি
- দানবে রূপ নেবে শক্তিশালী ঝড় মিল্টন
- স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার
- জাতিসংঘে চিঠি দিয়ে সতর্ক করলেন ইমরান খান
- নাফ নদী থেকে ৫ বাংলাদেশি জেলেকে নিয়ে গেছে আরাকান আর্মি
- হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লাইক ও মেনশন ফিচার যেভাবে কাজ করে
- সুনামগঞ্জের সাবেক এমপি মানিক গ্রেপ্তার
- মানহানির মামলা: বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মিকে আদালতে হাজির হতে সমন
মন্দার মধ্যেও এলো ২২০৭ কোটি ডলারের প্রবাস আয়
২০২১ সালে রেকর্ড দুই হাজার ২০৭ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে কোনো বছর এত বেশি প্রবাস আয় দেশে আসেনি। তবে একক বছরে প্রবাস আয় বাড়লেও চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে প্রায় ২১ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর মাসে ১৬৪ কোটি ৯০ লাখ ডলারের প্রবাস আয় পাঠিয়েছেন প্রবাসীরা। ফলে সব মিলিয়ে সদ্যঃসমাপ্ত ২০২১ সালে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে দুই হাজার ২০৭ কোটি ডলার প্রবাস আয় এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ এক লাখ ৮৯ হাজার ৩৬৭ কোটি টাকার বেশি (প্রতি ডলার ৮৫ টাকা ৮০ পয়সা ধরে), যা ইতিহাসে একক বছরে সর্বোচ্চ প্রবাস আয় আহরণ। এর আগের সর্বোচ্চ প্রবাস আয় এসেছিল ২০২০ সালে দুই হাজার ১৭৪ কোটি ডলার এবং ২০১৯ সালে এক হাজার ৮৩৩ কোটি ডলার।
গত বছর প্রবাস আয় বাড়লেও অর্থবছর বিবেচনায় এখনো নেতিবাচক অবস্থানে রয়েছে প্রবাস আয়। চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) প্রবাস আয় এসেছে এক হাজার ২৩ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময় ছিল এক হাজার ২৯৪ কোটি ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে প্রবাস আয় কমেছে ২৭০ কোটি ডলার বা ২০.৯১ শতাংশ।
২০২১ সালের প্রথম মাস জানুয়ারিতে প্রবাস আয় আসে ১৯৬ কোটি ১৯ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ১৭৮ কোটি ডলার, মার্চে ১৯১ কোটি, এপ্রিলে ২০৬ কোটি ৭৬ লাখ, মে মাসে ২১৭ কোটি, জুনে ১৯৪ কোটি, জুলাইয়ে ১৮৭ কোটি ১৪ লাখ, আগস্টে ১৮১ কোটি, সেপ্টেম্বরে ১৭২ কোটি ৬৭ লাখ, অক্টোবরে ১৬৪ কোটি ৬৮ লাখ, নভেম্বরে ১৫৫ কোটি ৩৭ লাখ এবং ডিসেম্বরে ১৬৪ কোটি ৯০ লাখ ডলার।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: