ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

সপ্তাহের ব‍্যবধানে বেড়েছে চালের দাম

3 December 2021, 12:03:12

রাজধানীর বাজারে সপ্তাহের ব‍্যবধানে চাল, আদা, ময়দা ও সয়াবিন তেলের দাম বেড়েছে। বিপরীতে কমেছে পেঁয়াজ, আলু, ডিম ও আদার দাম। বাজারে নতুন সবজি আসায় কমেছে সবজির দামও। আজ শুক্রবার (৩ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারে এ চিত্র দেখা যায়। বাজারে চিকন চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬৮ টাকা, মাঝারি চাল বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫৫ এবং মোটা চাল বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৮ টাকা কেজি দরে। খোলা আটা বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৩৮ টাকা, প‍্যাকেটজাত বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা। খোলা ময়দা বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৮ টাকা এবং প‍্যাকেটজাত বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি।

বাজারে ভোজ্যতেলের প্রতি লিটার খুচরা বিক্রি হচ্ছে ১৬০ টাকা। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের তেলের লিটারও বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এছাড়া প্যাকেট চিনি কেজি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। আটা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। বড় দানার প্রতি কেজি মশুর ডাল বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা, মাঝরি ৯৫ থেকে ১০০ এবং ছোট দানার বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকা। মুগডাল ১২০ থেকে ১৩০ টাকা, অ‍্যাংকর ৪৫ থেকে ৫০ টাকা এবং ছোলা ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দাম কমেছে ডিমেরও। বাজারে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকা। অপরিবর্তিত রয়েছে মাছের দাম। বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৮০ থেকে ৬০০ টাকা, খাসির মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩২০ টাকা। লাল লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা কেজি দরে।

বাজারে প্রতি কেজি টমেটো ২০ টাকা দাম কমে বিক্রি হচ্ছে ১২০ টাকা, বরবটি ৮০ টাকা, সিম বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা, বেগুন (গোল) ৬০ টাকা, বেগুন (লম্বা) ৪০ টাকা, ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, করলা ৬০ টাকা, গাজর প্রতি কেজি ৮০ টাকা, চাল কুমড়া পিস ৪০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৬০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, লতি ৬০ টাকা, মুলা ৪০ টাকা ও পেঁপের কেজি ৪০ টাকা।

রাজধানীর কারওয়ান বাজারের একজন পাইকারি চাল ব্যবসায়ী বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন ভাড়া বেড়েছে। তাছাড়া আগের চেয়ে ১০০ থেকে ১৫০ টাকা বেশি দাম দিয়ে মিল মালিকদের থেকে চাল কিনতে হচ্ছে। পাইকারি পর্যায়ে দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: