ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

সূচক বাড়লেও কমেছে লেনদেন

21 October 2021, 5:33:23

টানা সাত দিন পতনের পর ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে পুঁজিবাজারের সূচক। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইর লেনদেন অরেকটাই তলানিতে ঠেকেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন ১৩শ কোটির ঘরে অবস্থান করছে। গত ৩ মাসের মধ্যে ডিএসইতে এটি সর্বনিম্ন লেনদেন। একই চিত্র অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দেখা গেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে বৃহস্পতিবার ১ হাজার ৩১০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে। এর আগে গত ১৯ জুলাই ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৬৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার।

ডিএসইতে আগের দিন থেকে ৩৭১ কোটি ৮৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গত মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৮২ কোটি ৮৫ লাখ টাকার।

বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৭৬ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই ৩০ সূচক ৪৩ পয়েন্ট বেড়ে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে মোট ৩৭৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টির, দর কমেছে ১৭৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৭১ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৯২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: